কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ও ঈদের পোশাক বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় রবিবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা কামরুন্নেসা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়।
এছাড়াও বিদ্যালয়ের সভাপতি কামরুন্নেসা আশরাফ দিনার নিজস্ব অর্থায়নে প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে ঈদ উপহার ও প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা পেয়ে খুশি এখানকার শিক্ষার্থী-অভিভাবকরা।
এসময় উপর সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ, বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি কামরুন্নেসা আশরাফ দিনা।
এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর সেনসহ সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।