কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে বালুবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে এর চালক নিহত হয়েছেন। নিহত লরি চালক নুরুল আমিন (২৪) জেলার দুর্গাপুর উপজেলায় চকলেঙ্গুরা (সমলার ভিটা) এলাকার মৃত শাহবুদ্দিনের ছেলে।
শনিবার বিকেলে নিহত নুরুল আমিনের মৃতদেহ নিজ বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ওইদিন ভোর সাড়ে ৪টার দিকে মারা যান স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, শুক্রবার (৭ মে) দিবাগত রাত ১টার দিকে দুর্গাপুর উপজেলা থেকে বালু ভর্তি লরি নিয়ে পূর্বধলা উপজেলার উদ্দেশ্যে রওনা দেন চালক নুরুল আমিন। জেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে পূর্বধলা উপজেলার বালুঘাটা নামক স্থানে জনৈক সেলিম খানের ইটভাটার নিকট আসলে ভোর ৪টার দিকে লরিটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এতে চালক লরিতে চাপা পড়ে শুরুতর আহত হন।
পরে লরির হেলপার চালকের চাচাতো ভাই এমদাদুল হক (২৩) মুমূর্ষ অবস্থায় নুরুল আমিনকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ওই আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুরের শুকনাকুড়ি ব্রিজের উপর ভোর সাড়ে ৪টার দিকে লরি চালকের মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা ঘটেছে পূর্বধলা থানা এলাকায়। হাসপাতালে আনার পথে দুর্গাপুরের শুকনাকুড়ি ব্রিজের উপর লরি চালকের মৃত্যু হয়।
নিহতের বাড়ি দুর্গাপুর থানা এলাকায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।