তিউনিসিয়ার এক নারী এমপি সম্প্রতি পার্লামেন্টে মোটরসাইকেলের হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে হাজির হয়েছিলেন। যা তুমুল আলোচনা হয় স্যোশাল মিডিয়ায়।
জানা গেছে, দেশটির পার্লামেন্ট স্পিকার সব দলের এমপিদের ব্যক্তিগত নিরাপত্তা প্রহরী বাদ দেওয়ার নির্দেশ দিলে মঙ্গলবার আবির মুসি নামের ওই নারী এই কাণ্ড ঘটান।
উল্লেখ্য, আবির মুসি সেক্যুলার দল ফ্রি ডেস্টোরিয়ান দলের সদস্য। তিনি ২০১১ সালে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট জাইন আল আবেদিনের কট্টর সমর্থক। সূত্র : দ্য গার্ডিয়ান।