জার্মানিতে মুসলিম জনসংখ্যা ধীরে ধীরে বাড়ছে। ইউরোপের দেশটিতে বর্তমানে মোট জনসংখ্যার ৬.৫ শতাংশ মুসলমান।
এ হিসেবে মুসলিমদের সংখ্যা বেড়ে ৫৫ দাঁড়িয়েছে লাখে। বুধবার প্রকাশিত দেশটির সরকারি জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর ডেইলি সাবাহ’র।
জর্মানির ফেডারেল অফিস অব মাইগ্রেশন অ্যান্ড রিফিউজির (বিএএমএফ) তথ্যমতে, এর আগে ২০১৫ সালে যে জরিপ হয়েছিল, তার চেয়ে বর্তমানে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৯ লাখ।
বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ৬.৪-৬.৭ শতাংশ হচ্ছে মুসলিম। বিএএমএফ থেকে পরিসংখ্যান নিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ জরিপের তথ্য প্রকাশ করেছে।
বিএএমএফের প্রেসিডেন্ট হ্যান্স-এখার্ড সোমার বলেন, সাম্প্রতিক কালে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সিরিয়া থেকে শরণার্থী বিপুলসংখ্যক শরণার্থী আসায় জার্মানিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।