যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের সাথে তার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের বিষয় তুলে ধরেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে তাদের সাথে তার সম্পর্ক থাকাটা ‘ভালো, খারাপ কিছু নয়।’
সম্প্রতি ফক্স নিউজকে দেয়া ঘণ্টাব্যাপী এক সাক্ষাৎকারে একথা জানান ট্রাম্প।
মানবাধিকার সংগঠনগুলো চলতি মাসেই উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের নেতৃত্বে দেশটি দুর্ভিক্ষের মুখোমুখি বলে সমালোচনা করলেও ট্রাম্প কিমের প্রশংসা করেন।
তিনি বলেন, ‘আমি যখন প্রেসিডেন্ট হলাম ওবামা বলেছিলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো উত্তর কোরিয়া, একটি যুদ্ধ হতে যাচ্ছে। কিন্তু কোন যুদ্ধই হয়নি।’
ট্রাম্প আরও বলেন, কিম আমাকে চিঠি লেখে। আমি ওকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে। এতে সমস্যা কি!