চলমান লকডাউন আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ২৮ এপ্রিল পর্যন্ত এ লকডাউন চলবে। লকডাউনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্যও
ঈদের আগে সুখবর আসতে পারে। অর্থাৎ ঈদের আগে হয়তো লকডাউন তুলে নেওয়া হবে।
সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বক্তব্যে বিষয়টির ইঙ্গিত মিলেছে। প্রতিমন্ত্রী বলেছেন, ‘সংক্রমণ ম্যানেজ করা আমাদের উদ্দেশ্য। আমরা মনে করছি, আরও সাতদিন দিলে সংক্রমণটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। ব্যবসায়ীরা যাতে ঈদের ব্যবসা করতে পারে, সেটা মাথায় রেখেই এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি কী হয়, সেটা বিবেচনা করেই পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সোমবার জানান, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা ভাবনা করছে। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ঈদের সময় ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য লকডাউন শিথিল হতে পারে।