দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

১৯৮২ সালের ১৩ জুন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে নিজের ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেছিলেন দিয়েগো ম্যারাডোনা। প্রতিপক্ষ ছিল বেলজিয়াম। সেই ম্যাচে আলবিসেলেস্তেরা ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের অভিষেকে ম্যাচটি স্মরণীয় হয়ে আছে

এবার নিজের ক্যারিয়ারের প্রথম ম্যাচে যে জার্সি পরে খেলেছেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি, তা নিলামে তোলা হচ্ছে। সামনের দিকে কালো কালিতে ম্যারাডোনার অটোগ্রাফ খচিত আকাশি-সাদা জার্সিটি নিলামে তুলছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ভিত্তিক নিলাম কোম্পানি ‘গটা হ্যাভ রক অ্যান্ড রোল’।

এখন পর্যন্ত ৬৫ হাজার ডলার ভিত্তিমূল্যের জার্সিটির দাম উঠেছে ৭১ হাজার ৫০০ ডলার। নিলামের সময় শেষ হতে এখনও ছয় দিনের বেশি বাকি আছে। বেশ চড়া দামে জার্সিটি বিক্রি হচ্ছে তা অনায়েসে বলে দেওয়া যেতে পারে।

স্পেনে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার কোচ সেসার লুইস মেনোত্তির কাছ থেকে জার্সিটি উপহার হিসেবে পেয়েছিলেন দেশটির জনপ্রিয় এক সাংবাদিক। তিনিই নিলাম কোম্পানিকে জার্সিটি দিয়েছেন। নিলাম আয়োজনকারী সংস্থা নিউ জার্সির ‘গটা হ্যাভ রক অ্যান্ড রোল’-এর কর্মকর্তা অ্যালেক্স ম্যাকনিকল বলেন,

“ম্যারাডোনার জার্সির মত জিনিস খুব একটা আমাদের হাতে আসেনি। ভবিষ্যতে আসবে এমন      কোনও নিশ্চয়তাও নেই। বিশ্বকাপ ফুটবলে ম্যারাডোনার অবদান কারও অজানা নয়। এই জার্সি    থেকে সেই দাপট শুরু হয়েছিল। সবদিক থেকে এটি ঐতিহ্যপূর্ণ।”

গত ২৫শে নভেম্বর ৬০ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়াগো ম্যারাডোনা মারা যান। আর্জেন্টিনার ছিয়াশি বিশ্বকাপের মহানায়কের মৃত্যুর পর তার স্মৃতি বিজড়িত সবকিছুরই দাম বেড়ে গেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version