কোপা দেল রে ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। সেভিয়ার লা কার্তুসা স্টেডিয়ামে গতকাল শনিবার (১৭ এপ্রিল) রাতে বিলবাওকে পর্যুদস্ত করে ৩১তম বারের জন্য কোপা দেল রে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। জোড়া গোল করে লিওনেল মেসি ক্লাবের হয়ে সপ্তমবারের জন্য জিতলেন কোপা দেল রে ট্রফি।
৬০ মিনিট পর্যন্ত ম্যাচের গতিপ্রকৃতি দেখে বোঝার উপায় ছিল না বার্সেলোনার লড়াইটা শেষ পর্যন্ত এতোটা সহজ হতে চলেছে। মাত্র ১২ মিনিটের ঝড়ে এদিন বার্সেলোনার সামনে উড়ে যায় অ্যাথলেটিক বিলবাও। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর এদিন ৬০ মিনিটে বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেন আতোয়াঁ গ্রিজম্যান। এরপর ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঙ্কি ডি জং। ৬৮ এবং ৭২ মিনিটে বিলবাওয়ের কফিনে তৃতীয় এবং চতুর্থ পেরেকটি পুঁতে ট্রফি জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি।