শনিবার সকালে বিশ্বের নানা প্রান্তে টুইটার লগিনে সমস্যা দেখা দেয়। এরপর দিনশেষে আবারো জটিলতা দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহারে। একাউন্টগুলো লগ-আউট হয়ে যায় আর লোডিং-এর সমস্যাতো আছেই। তবে দ্রুতই এর সমাধান করেছে টুইটার। এখন সব স্বাভাবিক আছে বলেও আশ্বস্ত করেছে কো¤পানিটি। টুইটার ব্যবহারকারীরা জানিয়েছেন, কম্পিউটারেই মূলত এই সমস্যার মুখে পড়তে হচ্ছে ব্যবহারকারীদের। অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপের ক্ষেত্রে এই সমস্যায় খুব একটা পড়ছেন না ব্যবহারকারীরা। তবে টুইটার অ্যাপেও মাঝে মধ্যে একটি বার্তা ভেসে উঠছে।
সেখানে বলা হচ্ছে, এখন টুইটগুলি লোড করা যাচ্ছে না। সকালে একবার একটি বার্তায় ত্রুটির দ্রুত সমাধানের কথা টুইটার কর্তৃপক্ষের তরফ থেকে বলা হলেও সন্ধ্যার পরও এই সমস্যা কেন হচ্ছে, তা নিয়ে নতুন কিছু জানানো হয়নি।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment