পঞ্চম দফার ভোটগ্রহণ চলাকালীন শনিবার সকালে তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার উত্তর-পূর্বে অবস্থিত বিধাননগরের সুকান্তনগর এলাকা। খবর হিন্দুস্তান টাইমসের।
খবরে বলা হয়েছে, আজ সকালে দুই পক্ষ একে অপরকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে সেখানে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী।
বিজেপির অভিযোগ, শান্তিনগরের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরেই হুমকি দিচ্ছিল তৃণমূল। ভোট দিতে গেলে গুলি করে মেরে দেওয়া হবে বলে শাসানো হয়। শনিবার সকালে বিজেপি কর্মীরা বুথ অফিস তৈরি করলে সেখানেও তৃণমূলের কর্মীরা হুমকি দিতে থাকে। অকথ্য গালিগালাজের পাশাপাশি ২ তারিখের পর দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে হাজির হন বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। সংবাদমাধ্যমের কাছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি। এর মধ্যে প্রার্থীর উপস্থিতিতেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরস্পরকে ইট ছুড়তে থাকে। তাতে আহত হন দুপক্ষেরই কয়েকজন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নির্বাচন কমিশনের (ইসি) কুইক রেসপন্স টিম। তাদের সামনেই চলে হাতাহাতি। সব্যসাচীর অভিযোগ, বিধাননগরের এক পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল। অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত নির্বাচন কমিশনের।