১০ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, আক্রান্তের পর নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আকরাম খানকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম হাসপাতালে ভর্তি করানোর বিষয়টি নিশ্চিত করেন। গণমাধ্যমেকে তিনি বলেন, “করোনা পজিটিভ হওয়ার পর আকরামের বাসায় চিকিৎসা চলছিল। কিন্তু কয়েকদিন ধরে কাশির পরিমাণ একটু বেড়ে গিয়েছিল। আরও কিছু পরীক্ষা করানোর পর চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।”

ডাক্তারের পরামর্শ মতে আকরাম খানকে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়েছে, সেখানে তাকে পর্যবেক্ষণ করছেন ডাঃ মহিউদ্দিন। করোনা আক্রান্ত আকরাম খানের ৩০ শতাংশ ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল করোনা পরীক্ষা করান আকরাম খান, এরপর ১০ এপ্রিল পাওয়া রেজাল্টে পজিটিভ আসে। সেই সময় শারীরিক ভাবে সুস্থ থাকায় বাড়িতেই আইসোলেশনে ছিলেন আকরাম খান।

Share.
Leave A Reply

Exit mobile version