মহামারি করোনা সংক্রমণে দেশব্যাপী চলছে ৮দিনের সর্বাত্মক লকডাউন।এতে রাজধানীর বেশিরভাগ সড়কে বিধিনিষেধ মানাতে তৎপর প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা।ঢাকার যানবাহন প্রবেশ-বেরুনোর মুখে তল্লাশি চৌকি বসিয়ে জেরা করছে পুলিশ।বিনা প্রয়োজনে মুভমেন্ট পাস ছাড়া যারা বের হয়েছেন ঝামেলা পোহাতে হচ্ছে তাদের।
করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে সর্বাত্মক লকডাউনের প্রথমদিনে আজ রাজধানীর মোড়ে মোড়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে তৎপর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যারা বাড়ির বাইরে বের হয়েছেন তাদের অনেককেই পড়তে হয়েছে পুলিশি জেরার মুখে। এদের বেশির ভাগেরই নেই মুভমেন্ট পাস।একদিকে লকডাউন অন্যদিকে ছুটির দিন হওয়ায় রাস্তায় পথচারির সংখ্যা ছিলো সীমিত।
তবে বিশেষ প্রয়োজনে বাধ্য হয়েই বাইরে বের হওয়ার কথা বলছেন পথচারীরা।অন্যদিকে, রাজধানীর বেশিরভাগ সড়কে ব্যারিকেড দিয়ে তল্লাশি করছে পুলিশ।বিধিনিষেধ অমান্য করে যারা বের হয়েছেন তাদের ফিরিয়ে দিচ্ছেন তারা।প্রয়োজন ছাড়া বের হলে আইনানুগ ব্যবস্থাও নিচ্ছে পুলিশ।
এদিকে রাজধানীর প্রবেশ পথ গুলোতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। রাজধানী থেকে বের হওয়া ও প্রবেশ করতে কারণ ব্যাখা দিতে হচ্ছে পথচারীদের।যারা লকডাউনের বিধিনিষেধ বা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।
অন্যদিকে প্রথম রোজায় নিত্য পণ্য কিনতে বেরে হয়েছেন নগরবাসি। তবে বাজারে মানুষের উপস্থিতি কম থাকায় বেচাকেনা কম বলে জানাচ্ছেন বিক্রেতারা। কাঁচাবাজারগুলোতে মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিতে তৎপর দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের।
দ্যা মেইল বিডি/খবর সবসময়