দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ব্যাটসম্যানদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা নিশ্চিত করেই রেখেছিলেন বাবর আজম। শুধু ছিলো সময়ের অপেক্ষা। বুধবার আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ব্যাটসম্যানদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন বাবর আজম।
২০১৭ সালের ২২ অক্টোবর থেকে ব্যাটসম্যানদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছিলেন ভারতের বিরাট কোহলি। দীর্ঘ সময় পর পাকিস্তান অধিনায়কের কাছে সেই স্থানচ্যুত হলেন ভারতীয় অধিনায়ক। আজ আনুষ্ঠানিকভাবে এই ফরম্যাটে শ্রেষ্ঠত্বের মুকুট উঠলো বাবরের মাথায়।
বুধবার আইসিসি প্রকাশিত ব্যাটসম্যানদের সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন বাবর আজম। আর ৮৫৭ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন বিরাট কোহলি।
দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বিরাট কোহলির চেয়ে ২০ রেটিং পয়েন্ট পিছিয়ে ছিলেন বাবর আজম। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই ১০৩ এবং দ্বিতীয় ওয়ানডেতে ৩১ রানের ইনিংস খেলে সেই ব্যবধানটা মাত্র পাঁচে নামিয়ে আনেন পাকিস্তান অধিনায়ক। তারপর সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে খেলেন ম্যাচ সেরা ৯৪ রানের অনবদ্য ইনিংস।
ওয়ানডেতে নিজের দূর্দান্ত ফর্ম ধরে রেখে দক্ষিণ আফ্রিকার মাঠেও নিজের জাত চিনিয়েছেন পাকিস্তান অধিনায়ক। সদ্য সমাপ্ত সিরিজে ৩০২ রান করা ফখর জামানের পর দ্বিতীয় সর্বোচ্চ ২২৮ রান এসেছে বাবরের ব্যাট থেকে।