২০১৩-১৪ মৌসুমে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরের কোয়ার্টার ফাইনালে গ্যালাতাসারকে হারিয়ে সবশেষ সেমিফাইনালে উঠে চেলসি। তারপর কেটে গেছে সাত বছর, কিন্তু অল ব্লুজদের চ্যাম্পিয়নস লিগের শেষ চারে উঠা হয়নি। এবার পর্তুগিজ ক্লাব পোর্তোকে টপকে ৭ বছরের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলার আক্ষেপ ঘোচাল স্টামফোর্ড ব্রীজের ক্লাবটি।
রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে সেভিয়ায় পোর্তোর কাছে ১-০ গোলে হেরে গেলেও প্রথম লেগের ২ গোলের সুবাদে শেষ চার নিশ্চিত করেছে থমাস টুখেলের দল।
খেলার অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে ইরানিয়ান স্ট্রাইকার মেহদি তারেমি গোল করে পোর্তোর স্বপ্ন বাঁচিয়ে রাখলেও শেষ পর্যন্ত প্রথম লেগের ২-০ গোলের হারই কাল হয়ে দাঁড়ায় পর্তুগিজ ক্লাবটির জন্য।
বাকি সময় আর কোন গোল না হলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে ৭ বছর পর ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরের সেমিফাইনাল নিশ্চিত করে চেলসি। সেমিফাইনালে টমাস টুখেলের দলের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুলের মধ্যেকার জয়ী দল।
এই নিয়ে চ্যাম্পিয়নস লিগে অষ্টমবার ইউরোপ সেরার আসরে সেমিফাইনাল খেলবে চেলসি, আধুনিক যুগে প্রতিযোগিতার ইতিহাসে আর কোন ইংলিশ ক্লাব অল ব্লুজদের চেয়েও বেশি উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলতে পারেনি।