কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্ত এলাকায় এক অভিযানে ৪৪ হাজার ৬৪০ পিস ভারতীয় প্রসাধনী মেহিদী জব্দ করতে পেরেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ ব্যাটলিয়ন) একটি দল। যার বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ ৬৯ হাজার ৯১০ টাকা হবে বলে জানা গেছে।
সোমবার (১২ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ (সোমাবার) ভোর পৌনে ৪টার দিকে দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নে সীমান্তে বারমারী বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যে ভিত্তিতে সীমান্তে ১১৬৩ নং পিলারের এক কি.মি. বাংলাদেশে অভ্যন্তরে মিনকি নামক স্থান হতে ৪৪ হাজার ৬৪০ পিস ভারতীয় কাবেরি মেহেদী জব্দ করতে পারে বিজিবি’র ছয় সদস্য।
ওই বিজ্ঞপ্তিতে মেজর নূরুদ্দীন মাকসুদ আরও জানান, জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোনা কাষ্টমস্ অফিসে জমা দেয়া হবে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ৬৯ হাজার ৯১০ হবে। তবে এ অভিযানে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি জানান তিনি।