আরিফুর রহমান আরিফ :
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষকরা।
সোমবার (৫ এপ্রিল ) সকালে শহরের কলেজ মোড়ে কার্যক্রমটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ইলিয়াস বেপারী।
এসময় অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শেখ রাকিবুল ইসলাম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রুবেল আসাদুজ্জামান,বাংলা বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সুমন কুমার,রসায়ন বিভাগের প্রভাষক আশিষ হালদার উপস্থিত ছিলেন।
এসময় অধ্যক্ষ বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে আমরা এ কর্মসূচি পালন করছি।