কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা গলায় ওড়া প্যাঁচিয়ে ফ্যানে সাথে ঝুলন্ত অবস্থায় রতি রাণী সাহা (৩৫) নামে এক জননীর লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।
মৃত রতি রানী সাহা মোহনগঞ্জ পৌর শহরে মাইলোড়া এলাকার দ্বীনেজ চন্দ্র সাহার স্ত্রী। তিনি তিন মেয়ে সন্তানের জননী এবং তার স্বামী পেশায় দিনমজুর।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এরআগে বিকেল ৩টার দিকে খবর পেয়ে মৃতের বাসার সিলিং
ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠায়।
জানা যায়, রতি রাণী দীর্ঘদিন ধরে নানা ধরনের অসুস্থতায় ভোগ ছিলেন। পাশপাশি সংসারে নিয়মতি অভাব লেগেই ছিল। পরিবারের লোকজনের ধারণা, এসব কারণে হয়তো তিনি আত্মহত্যার পথ বেচে নিয়েছেন।
এতথ্য নিশ্চিত করে মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিশাদ আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৃতদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।