কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় সরকার কর্তৃক ভর্তূকী মূল্যে ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র কৃষকদের মাঝে বিতরন কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দেশের অন্যান্য জায়গার ন্যায় ভার্চুয়াল পদ্ধতিতে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তারের সভাপতিত্বে এ বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দুজন কৃষকের হাতে কম্বাইন্ড হারভেস্টারের চাবি হস্তান্তর করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ের সূত্রে জানা যায়, এ বছর নেত্রকোনা জেলার জন্য ৮১টি কম্বাইন্ড হারভেস্টার অনুমোদিত হয়েছে। এরমধ্যে সদর উপজেলার ৮টি মধ্যে আজ (মঙ্গলবার) ঠাকুরাকোণার ইউপি’র জামাল উদ্দিন ও মৌগাতী ইউপি’র সাজিবুর রাহমান এই দুজনের মাঝে বিতরন করা হয়েছে। প্রতিটি হারভেস্টারের প্রকৃত মূল্য থেকে জেলার হাওরাঞ্চল উপজেলাগুলোর কৃষকরা ৭০% এবং অন্যান্য উপজেলার কৃষকেরা পাবে ৫০% সরকার কর্তৃক ভর্তূকী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান সহ আরও অনেকে।