কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তারের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি ওই আসনে আওয়ামী লীগের সাবেক এমপি আবদুর রহমান বদির স্ত্রী।
কয়েক দিন ধরে অসুস্থ বোধ করায় এমপি শাহীন আক্তার গত ৩০ মার্চ করোনার নমুনা পরীক্ষা দেন। পরের দিন তাঁর রিপোর্ট পজিটিভ আসে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন এমপি শাহীন আক্তারের ছোট ভাই উখিয়ার রাজাপালং ইউপি চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।
জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বর্তমানে এমপি শাহীন আক্তার ঢাকায় তার ন্যাম ভবনের সরকারি বাস ভবনে আছেন। তবে তিনি সুস্থ আছেন। সাবেক এমপি আবদুর রহমান বদি দ্বিতীয় দফায় করোনায় সংক্রমিত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। গত ৩১ মার্চ তিনি করোনা নেগেটিভ হন।