কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পৌর মেয়রের ব্যবসায়িক কার্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিনগত মধ্যরাতের কেনো এক সময়ে দুর্গাপুর পৌরশহরের তেরীবাজারে অবস্থিত মেয়র আলা উদ্দিনের স্বর্না ব্রিকস্ কার্যালয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে কর্মকর্তা-কর্মসচারীগণ স্বর্ণা ব্রিকস্্ কার্যালয়ে তালা লাগিয়ে বাসায় চলে যান। শনিবার সকালে অফিস স্টাফ জয়দেব চক্রবর্তী কার্যালয়ের তালা খুলে ভেতরে দেখতে পান ঘরের চালের টিন খোলা এবং আলমারী ড্রয়ার খোলা রয়েছে। পরে বিষয়টি ও পুলিশকে জানান।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, সহকারি পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, সংশ্লিষ্ট থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান।
এ বিষয়ে পৌর মেয়রের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ধনেশ পত্রনবীশ বলেন, ইট বিক্রির টাকাসহ অনুমানিক ৩০ লক্ষ টাকা ড্রয়ার ও আলমারিতে রক্ষিত ছিল।
এ বিষয়ে দুর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদা শারমীন নেলী বলেন, এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগত ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।