দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

লোকমান হাফিজ:

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের ইংরেজি বিভাগ কর্তৃক আয়োজিত “Multidimensional Significance of Bangabandhu’s Historic 7th March Speech’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷ আজ বুধবার বেলা ১১টায় কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী এবং সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার।

সেমিনারে শিক্ষক পরিষদের সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী, বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, ইংরেজি বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূখ্য আলোচক ছিলেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ বদরুজ্জামান। পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের পর পর ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শফিউল আলম এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারে সূচনা হয়।

মূল প্রবন্ধ উপস্থাপনের পর শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। বিশেষ অতিথিরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের বহুমাত্রিক তাৎপর্য তুলে ধরে তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধু একটা বক্তব্য নয়, এটা একটা ‘Speech Act’। এ ভাষণের মধ্যদিয়েই বঙ্গবন্ধু প্রকৃত অর্থে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং প্রয়োজনে সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার সার্বিক দিকনির্দেশনা প্রদান করেছিলেন।

সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায় এবং আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version