আশরাফুল হাসান ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকূপায় ফায়ার সার্ভিসের কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার হাকিমপুর ইউনিয়নের চামটাইলপাড়া গ্রামে এলাকাবাসী এ হামলার ঘটনা ঘটায়।
হামলায় ফায়ার সার্ভিসের ৩ কর্মী আহত হয়। আহতদের মধ্যে ১ জনকে শৈলকূপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, হাকিমপুর ইউনিয়নের চামটাইলপাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
রাত ৮. ৫৫ মিনিটের সময় ফোন আসলে শৈলকুপা ফায়ার স্টেশন থেকে চামটাইলপাড়া ঘটনাস্থলে পৌঁছাতে মাত্র ১১ মিনিট সময় লাগে। এরপরও গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথে তাদের উপর হামলা করে।
ভাংচুর করে ফায়ার সার্ভিসের গাড়ি। এসময় গ্রামবাসীর বাঁশের লাঠির আঘাতে ফায়ার সার্ভিসের কর্মী রফিক ও রাকিবসহ ৩ জন আহত হয়।
ফায়ার কর্মীরা আরো জানায়, গ্রামবাসীর অভিযোগ ফায়ার সার্ভিসের কর্মীরা দেরিতে পৌঁছেছে। অথচ শৈলকুপার রাস্তা-ঘাট খারাপ তারপরও আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের কাছে ফোন আসার ১১ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌছেছি, গাড়ি থেকে নামার সাথে সাথে আমরা তাদের হামলার স্বীকার হই ।
হামলায় আহত রফিক কে শৈলকূপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।