তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
শুক্রবার(২৬ মার্চ) সকাল ৮টায় উপজেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল। এসময় পাশে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও থানার ওসি আব্দুল লতিফ তরফদার।
এর পূর্বে উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সম্মান ও শ্রদ্ধা জানান উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, ও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার।
এসম উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা প্রকৌশলী ইকবাল কবির,কৃষি অফিসার হাসান উদ দোলা, থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার, ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জি, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি আলী মতুর্জা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল তালুকদার,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,সাংবাদিক আবুল কাশেম, সাংবাদিক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সাংবাদিক তানভীর আহমেদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা,উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, উপজেলা ফুড অফিসার মফিজুর রহমান,আনসার ভিডিবি কর্মকর্তা শহিদুল ইসলাম, পিআইও অফিসার সুব্রত দাশ,পল্লী সঞ্চায়ন ব্যাংক কর্মকর্তা মনোলাল দাস, ছাত্রলীগ সভাপতি আবুল বাসার, যুবলীগ নেতা মিল্লাদ হোসেন, আবুল কাসেমসহ উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে। পরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলে।