মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

বিকেলে ‘রাজহংস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যা যা মিস করেছেন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ আজ মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) ভিভিআইপি টারমাকে বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে নতুন এই বিমানটি উদ্বোধন করবেন তিনি।এর আগে গত শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’। আজ উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে আকাশে উড়বে উড়োজাহাজটি।বাংলাদেশ বিমানের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, ‘শনিবার দুপুরে ড্রিমলাইনার বিমান রাজহংস অবতরণের কথা থাকলেও বিকেল ৪টা ৫৫ মিনিটে অবতরণ করে। সকালের দিকে বিমানটি নামলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার কথা ছিল। কিন্তু দেরিতে নামায় তা সম্ভব হয়নি। এজন্য আজ বিকেল ৪টায় বিমানটি উদ্বোধনের সময় দিয়েছেন প্রধানমন্ত্রী।’

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security