নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাচারের সময় একটি তক্ষকসহ নয় জনকে আটক করেছে থানা পুলিশ। পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। রবিবার (১৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দার সদর ইউনিয়নে চিনাহালা-বরুয়াকোনা সড়কের চিনাহালা ব্রীজ এলাকােয় চেক পোষ্ট স্থাপন করে পুলিশ। এ সময় একটি মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশিকালেগাড়ির ভেতর থেকে একটি তক্ষক উদ্ধার এবং মাইক্রোবাসে থাকা নয়জনকে আটক করা হয়। তক্ষকসহ নয় জন আটকের সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানায় ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এ এলাকায় তক্ষকসহ বিভিন্ন…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম বলেছেন, ‘নারীদেরকে অবশ্যই নেতৃত্ব স্থানীয় জায়গায় নিয়ে যেতে হবে। নারীদেরকে শুধুমাত্র সংসদে কোটা দিয়ে নিয়ে যাওয়া যাবে না। নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে করতে পারে।’ শনিবার (১৪ জুন) বেলা ১১টায় নেত্রকোনা পৌরসভা অডিটোরিয়ামে জাতীয় যুবশক্তির ১নং যুগ্ম-আহবায়ক প্রীতম সোহাগের সভাপতিত্বে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘জুলাই আন্দোলনে আমাদের নারীদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। মা-বোনরা তাদের ছেলেকে পাঠিয়েছেন আন্দোলনে। আমাদের নারীদের ক্ষমতায়ন দরকার, তাদেরকে আমাদের জায়গা করে দিতে হবে। আমরা মনে করি, নারীরা যোগ্যতার বলে সংসদে যেতে চাই এবং পারবে। সে লক্ষ্যে যুবশক্তি কাজ করে যাবে।’ আব্দুল গাফফারের সঞ্চালনায়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে আইস ভটকা ও এসি ব্ল্যাক ব্র্যান্ডের বিদেশী মদ। শনিবার (১৪ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। আজ (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে ওই বিওপি’র দায়িত্বপুর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫১/১-এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশে অভ্যন্তরে এ…
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে হাজং সম্প্রদায়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের (বাহাছাস) এর নতুন নেতৃত্ব বাছাই করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে অন্তর হাজংকে সভাপতি ও শ্রীবন হাজং অক্ষয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শুক্রবার (১৩ জুন) রাতে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে এই নেতৃত্ব বাছাই করা হয়। এর আগে ওইদিন দুপুরে সম্মেলন উদ্বোধন করেন, বিশিষ্ট হাজং লেখক ও গবেষক মতিলাল হাজং। “কালজয়ী সংগ্রামী ঐতিহ্যই আমাদের একবিংশ শতাব্দীর প্রেরণা’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার গারোপাহাড়ি অঞ্চল দুর্গাপুরে ৯ম জাতীয় হাজং ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের সভাপতি জিতেন্দ্র হাজংয়ের সভাপতিত্বে ও সাধারণ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়ায় পুলিশের এসআই জাহিদুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন দৈনিক পত্রিকার ও মিডিয়ায় সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ জুন) দুপুরে এসআইয়ের পরিবার ও এলাকাবাসী ব্যানারে আটপাড়া উপজেলার শুনই নতুন বাজারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সন্মেলনে এসআই জাহিদুল হাসানের বড় ভাই মো. রতন মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে এসআইয়ের বাবা মো. সুলতান মিয়া, মা মোছা. রীনা আক্তার, স্থানীয় ইউপি সদস্য নূরুজ্জামান, এলাকাবাসী টিটু খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মো. রতন মিয়া বলেন, ঈদের ছুটিতে এসআই জাহিদুল হাসান বাড়িতে আসেন। তিনি কাউকে মারধর করেননি। অথচ স্থানীয় একটি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওপাড়া গ্রামে এক গৃহবধূকে (৩৫) কিরিচের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে বিয়ের আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে অভিযুক্ত অন্যত্র বিবাহ করায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী জানান, একই গ্রামের তোফাজ্জল (৩৭) তাকে বেশ কিছুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন গত ২০ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১১টার দিকেতিনি তার দুই কন্যা সন্তানসহ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তোফাজ্জল কিরিচ হাতে ঘরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। ভুক্তভোগী নারী আরও জানান, ঘটনার পর লোকলজ্জার ভয়ে চুপ ছিলেন। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পর তোফাজ্জল এক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কৃতী সন্তান, খ্যাতিমান গবেষক, লেখক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন ড. এ এইচ এম কামালকে সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় সামাজিক সংগঠন স্টার সমাজ কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার বিদ্যাবল্লভ গ্রামে অবস্থিত রওশন ইজদানী একাডেমি প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ড. কামালের সাম্প্রতিক রাষ্ট্রীয় স্বীকৃতি ও শিক্ষা-গবেষণায় তাঁর অনন্য অবদানের কথা তুলে ধরা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। ড. কামাল চলতি বছরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ‘টেলিকমিউনিকেশন ও যোগাযোগ খাতে বিশেষ অবদান’…
নিজস্ব প্রতিবেদক: ‘‘আমাদের ঐতিহ্য আমাদের অহংকার’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ৯ম জাতীয় হাজং ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস) এই সম্মেলনের আয়োজন করে। এ সময় সম্মেলন উদ্বোধন করেন, বিশিষ্ট হাজং লেখক ও গবেষক মতি লাল হাজং। পরবর্তীতে আলোচনা সভায় বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ হাজং ও যুগ্ন-সম্পাদক প্রিজম হাজং এর সঞ্চালনায়, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন্দ্র হাজং এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক অন্তর হাজং। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান। অন্যদের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় যাত্রীদের থেকে দ্বিগুণের বেশি ভাড়া আদায়ের অভিযোগে দুই সিএনজি চালিত অটোরিকশা চালককে কারাদণ্ড দিয়েছে প্রশাসন। পাশাপাশি তাদের জরিমানাও করা হয়। দন্ডপ্রাপ্ত সিএনজি চালকরা হলেন, জেলা সদরের নাগড়া এলাকার মো. ইয়াকিন মিয়াকে (২৫) ও বারহাট্টা উপজেলার অতিথপুর এলাকার মো. শাকিল (৩০)। তাদের মধ্যে ইয়াকিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। আর শাকিলকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। শুক্রবার (১৩ জুন) দুপুরের দিকে যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় সিএনজি স্টেশনে অভিযান পরিচালানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। অভিযানে মোহনগঞ্জ থানা পুলিশের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঈদের ছুটিতে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মুজাহিদ (৫) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বিশ্বনাথপুর নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজাহিদ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ডাহাপাড়া গ্রামের বাসিন্দা সাব্বির হোসেনের একমাত্র পুত্র সন্তান। এ ঘটনায় পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাবার সঙ্গে খালার বাড়িতে বেড়াতে এসেছিল মুজাহিদ। দুপুরের দিকে খেলতে খেলতে পরিবারের অজান্তে বাড়ির পাশের মঙ্গলেশ্বরী নদীর দিকে চলে যায় শিশুটি। একপর্যায়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যায় মুজাহিদ। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে দেশীয় রিভলবারসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার ভগ্নিপতি দ্রুত পালিয়ে গেছে বলে জানায় পুলিশ। গ্রেফতারকতৃ যুবক মো. আওলাদ হোসেন (২৬) কলমাকান্দার সদর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. করিম উদ্দিনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত কলমাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের শ্যালক। শুক্রবার (১৩ জুন) ভোরে উপজেলার বিশরপাশা টলারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত আওলাদের ভগ্নিপতি আব্দুল মান্নান পালিয়ে যান। বিশরপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আওলাদ হোসেনকে আটক করা হয়। তার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় ৪৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসব ভারতীয় মদের মধ্যে রয়েছে এসি ব্ল্যাক ও আইস ভটকা ব্র্যান্ডের মদ। শুক্রবার (১৩ জুন) বেলা সোয়া ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এরআগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কলমাকান্দার খারনৈ এলাকা থেকে এসব মাদক জব্দ করে বিজিবি’র সদস্যরা। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দ তথ্যের ভিত্তিতে খারনৈই বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে ওই…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় হোসাইন (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর আনুমানিক আড়াইটার দিকে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া এলাকার মতির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শিশু হোসাইন তার চাচা মো. তৌহিদুল ইসলামের সঙ্গে বের হয়েছিল। তিনি আনসার ভিডিপির একজন কর্মকর্তা। মতির মোড়ে রাস্তার এক পাশে শিশুটিকে দাঁড় করিয়ে চাচা দই কিনতে পাশের দোকানে যান। এই ফাঁকে হোসাইন রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী অটো রিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নতুন বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে চলমান অবৈধ চাঁদাবাজি বন্ধে সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে দুজন চাঁদাবাজসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয় চাঁদাবাজির প্রমাণস্বরূপ বিভিন্ন ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র। বৃহস্পতিবার (১২ জুন) মদন সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দুয়ার নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী প্রতিটি বাস থেকে নিয়মিতভাবে দুই হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রে স্থানীয় কিছু নামধারী রাজনৈতিক নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। পর্যাপ্ত তথ্য প্রমাণ সংগ্রহের পর গত মঙ্গলবার (১০ জুন) রাতে মদন সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো.…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় আসমা ইউনিয়নের কুখ্যাত ডিমের বেপারী মিয়াচান মারপিট ও শ্লীলতাহানির মামলায় গ্রেফতার হয়েছে। মিয়াচানের অত্যাচারের শিকার হয়নি এমন লোক পাওয়া দুরূহ। অটোরিকশা চালক, পথচারী থেকে শুরু করে নিজের আত্মীয়-স্বজনরাও তার জুলুম থেকে রেহাই পাননি। বৃহস্পতিবার (১২ জুন) সকালে মিয়াচান ও তার মেয়ে সুমাকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত মিয়াচান গুমুরিয়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। এরআগে গত গত ৯ জুন (সোমবার) নিজের চাচাতো ভাই ফুক্কুল মিয়ার জানাযার নামাজে ও ১০ জুন মিয়াচানের চাচা আ. খালেকের জানাজার নামাজে গিয়ে নিজের ভাতিজা ও ভাবিকে মারধর করে। এমন অভিযোগ এনে নিজের ভাতিজা বাদী হয়ে গত বুধবার (১১ জুন) রাতে থানায়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার দিগদাইর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নারী ও বয়স্ক ব্যক্তিও রয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে আরিকুলের পক্ষের লোকজন হলেন- কাজী আ. হক, আব্দুল্লাহ, মুরসালিন, মোস্তাকিম, জাকির ও সজল। অন্যদিকে হামিদের পক্ষের আহতরা হলেন- শুভ, খোকন, স্বপন, মঞ্জুরুল, বাবুল ও সানোয়ার। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, দিগদাইর গ্রামের বাসিন্দা আরিকুল ও তার চাচা আব্দুল হামিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন আরিকুলের চাচাতো ভাই রোমন বাড়ির সীমানা নির্ধারণ করতে সুতলি দিয়ে মাপঝোক শুরু করলে…
নিজস্ব প্রতিবেদক: ঈদ পরবর্তী সময়ে বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়ায় আদায়ের দায়ে নেত্রকোনার মদন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন গাড়ি চালককে জরিমানা করা হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে মদন পৌরসভার বিভিন্ন জায়গায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান। অভিযানের বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান জানান, ঈদ পরবর্তী দিন থেকে আমরা বিভিন্ন জায়গা বাস কাউন্টার, সিএনজি ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাচ্ছিলাম। এরই প্রেক্ষিতে আজ (বুধবার) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন জন গাড়ি চালককে পৃথক তিনটি মামলায় তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তিনি আরো জানান, পরবর্তীতে যদি তারা একই অপরাধে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১১ বছর এবং ১৭ বছর বয়সী এক কন্যা শিশু ও আরেক কিশোরীকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের পরিবার। এমন খবর পেয়ে বাল্যবিবাহ বন্ধ করেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন। বুধবার (১১জুন) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বনগ্রাম ও নাগেরগাতি গ্রামে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। জানা যায়, বিয়ের সব আয়োজনই ছিল সেখানে। কনের বাড়িতে বরযাত্রীও চলে এসেছিল। এরই মধ্যে বাল্য বিবাহের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। পরে তিনি বাল্য বিবাহের সত্যতা পেয়ে বিয়ে বন্ধ করে দেন এবং শিশু ও কিশোরীর…
নিজস্ব প্রতিবেদক: ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নেত্রকোনায় উপজেলা ওলামা দলের সভাপতি রাজিব খানের (৪০) মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে আটপাড়া উপজেলার বাউশাম গ্রামে এ ঘটনা ঘটে। রাজিব খান বাউশার গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে। তিনি মোহনগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি। রাজিব খান মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আটপাড়া উপজেলার বাউশাম গ্রামে নিজ বাড়িতে স্ট্যান্ড ফ্যানের সংযোগ দিচ্ছিলেন রাজিব। এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় পণ্য পাচারের সময় একটি পিকআপভ্যানসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১১ জুন) ভোরে উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা সড়কে অভিযান চালিয়ে ভারতীয় পণ্যসহ নাজমুল হককে (২৫) আটক করা হয়। আটককৃত নাজমুল হক উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা এলাকার বাসিন্দা এবং পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক বলে জানা গেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে আমদানি করে তিনি নিজে পরিবহন করছিলেন। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- ওরিয়ন বিস্কুট, পন্ডস পাউডারসহ বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী ও ভোগ্যপণ্য। পাচারকালে ব্যবহৃত নীল রঙের পিকআপ…