দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ব্যাপক তোড়জোড় শুরু করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রকৌশলী মো. বেলাল হোসেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন তিনি।

​গণসংযোগকালে চন্ডিগড় বাজারে আয়োজিত এক পথসভায় ভোটারদের উদ্দেশে ইঞ্জিনিয়ার বেলাল হোসেন বলেন, “অত্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও কৃষিখাতে যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল, তা বাস্তবে হয়নি। বিগত সময়ে জনপ্রতিনিধিরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকলেও সাধারণ মানুষের প্রান্তিক চাহিদার দিকে নজর দেননি।”

​তিনি আরও বলেন, “দেশ তখনই বাঁচবে যখন দেশের মানুষ বাঁচবে। আমি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই। সেই লক্ষ্যেই জাতীয় সমাজতান্ত্রিক দলের ‘তারা’ মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রার্থনা করছি।”

​বক্তব্যে তিনি এলাকার উন্নয়নে বেশ কিছু সুনির্দিষ্ট প্রতিশ্রুতি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- পরিকল্পিত শহর ও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, দুর্গাপুরে অনার্স কোর্স চালুকরণ, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা, সন্ত্রাস ও মাদক নির্মূল এবং আদিবাসী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ।

​নির্বাচনী পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের ভোটে যে নির্বাচিত হবে আমরা তাকেই স্বাগত জানাব। কিন্তু নির্বাচনের নামে প্রহসন হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না।”

​নিজের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরে এই ব্যবসায়ী নেতা বলেন, “মহান আল্লাহর রহমতে আমার যে সম্পদ আছে, তাতে ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। শত শত মানুষ আমার প্রতিষ্ঠানে কাজ করছে, আমি বহু দেশ ভ্রমণ করেছি। আমার কোনো লোভ নেই; আমি কেবল আপনাদের সেবা করার জন্য এবং সংসদে আপনাদের অধিকারের কথা বলার জন্য এমপি হতে চাই। আসুন, দলমত নির্বিশেষে যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে এলাকার উন্নয়নে অংশ নিন।”

​গণসংযোগকালে স্থানীয় জাসদ নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version