সাঘাটা, গাইবান্ধা:
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিয়ে দুই প্রার্থীকে সতর্ক করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর। রোববার (২৫ জানুয়ারি) সকালে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদকে ডেকে নিয়ে বৈঠক করেন তিনি।
বৈঠকে নির্বাচনী প্রচারণাকালে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উভয় প্রার্থীর কাছে ব্যাখ্যা জানতে চান সহকারী রিটার্নিং কর্মকর্তা। এ সময় ভবিষ্যতে যেন কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং নির্বাচন আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করা হয় সে বিষয়ে দুই প্রার্থীই তাঁকে আশ্বস্ত করেন।
বৈঠক শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী বা তাঁদের সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করলে দণ্ডবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সাঘাটা উপজেলার কচুয়া হাই স্কুল মাঠ এলাকায় স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের সমর্থকদের ওপর হামলা ও অন্তত সাতটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারের ধানের শীষ প্রতীকের সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।