দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা- ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সুযোগ পেলে তিনি দুর্গাপুরকে একটি মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবেন। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। উঠান বৈঠকে নারী ও পুরুষ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এই অঞ্চল সুসং পরগনার অন্তর্ভুক্ত রাজ্য ছিল।

মাদকের কারণে আমাদের পাহাড়ি রাজ্য এবং সেভাবে যদি বলি এই রাজ্যের প্রজারা অর্থাৎ আমরা সবাই আজ মর্মাহত। কারণ মাদকের প্রভাবে আমাদের সন্তান ও যুবসমাজ প্রায় ধ্বংস হতে চলছে। তিনি আরও বলেন, যেদিন আমি নির্বাচনে আমার মনোনয়নপত্র অফিসিয়ালি জমা দিই, সেদিনই বলেছিলাম যদি জনগণ আমাকে নির্বাচিত করে এবং তাদের সেবা করার অফিসিয়ালি সুযোগ দেয়, তাহলে ইনশাআল্লাহ দুর্গাপুরকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করবো।

তিনি বলেন, আমি জানি মাদকের শেকড় অনেক গভীরে। যারা মাদক সেবন করে, তাদের পেছনে বড় বড় সিন্ডিকেট থাকে, আর সেই সিন্ডিকেটের আবার গডফাদার থাকে। পেশায় আমি একজন আইনজীবী; আমি জানি কীভাবে এই গডফাদারদের আইনের আওতায় আনতে হয়। এই প্রচেষ্টা আমি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে করতে চাই, আর এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

কায়সার কামাল বলেন, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ মাদকমুক্ত দুর্গাপুর গড়ে তুলবো। মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সিন্ডিকেট কিংবা গডফাদার যে যত বড় ব্যক্তিই হোক না কেন, যে যত প্রভাবশালী পরিবারের সদস্যই হোক না কেন, কিংবা সমাজের যত বড় নেতাই হোক না কেন তাকে আমরা আইনের আওতায় আনবোই আনবো, ইনশাআল্লাহ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version