এ,এম স্বপন জাহান মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মধ্যমনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের কুক্ষাত সন্ত্রাসী উজ্জ্বল মিয়াকে কেন্দ্র করে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা যায়।
আজ শনিবার ২০ জানুয়ারি ভোর ৬ টার থেকে শুরু করে প্রায় সকাল১০ টা পর্যন্ত ক্যাপ্টেন শাকিল মাহমুদের নেতৃত্বে ১২ ইঞ্জিনিয়ারিং ইউনিটের স্পেশাল টহলের মাধ্যমে অভিযানটি সম্পন্ন হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে তলোয়ার একটি, রামদা চারটি, কুড়াল তিনটি, দা চারটি, বটি চারটি, বড় ছুরি পাঁচটি, ছোট চাকু চারটি, টেডা সতেরটি, ফলার পাঁচটি, ঢাল এগারোটি, বর্ষা পঁত্রিশটি, চায়না চাকু একটি এবং বল্লম একটি।
অভিযানে কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি। তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। ক্যাপ্টেন শাকিল মাহমুদ বলেন, “আমরা স্থানীয় জনগণের নিরাপত্তা এবং শান্তি বজায় রাখতে প্রতিনিয়ত তৎপর।
আজকের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে, যা ভবিষ্যতে অশান্তি সৃষ্টি করতে পারতো। আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করব। স্থানীয়দের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।” স্থানীয়রা সেনাবাহিনীর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবিও জানিয়েছে।


