ইমন সরকার, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর সমর্থনে ভালুকা পৌরসভার ৪নং ওয়ার্ডে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মিছিলটি ৪নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, এ সময় ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান।
এ সময় তিনি ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন ভালুকা পৌর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সরকার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ভালুকা পৌর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি চায়না আক্তারসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিল শেষে নেতৃবৃন্দ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।


