শেখ শামীম: “সবার আগে বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই রাজনৈতিক কর্মসূচি পালন করেন তিনি।
কর্মসূচির শুরুতেই সকাল ১০টায় নলছাপড়া স্কুল মাঠে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তিনি আদিবাসী নারী-পুরুষদের দীর্ঘদিনের বঞ্চনা, ভূমির অধিকার ও জীবনমান উন্নয়নের অভাব নিয়ে কথা বলেন। তাদের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
পরবর্তীতে তিনি লেঙ্গুড়া, গোবিন্দপুর ও বাউসামসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক উঠান বৈঠকে অংশ নেন। ব্যারিস্টার কায়সার কামাল সরাসরি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং বিএনপির আগামীর রাষ্ট্রচিন্তা তুলে ধরেন।
সমাবেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমাদের রাজনীতির মূলমন্ত্র হলো দেশপ্রেম। ব্যক্তি বা দলের স্বার্থের চেয়ে দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার আমাদের কাছে বড়। আদিবাসী ও প্রান্তিক মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক মর্যাদা নিশ্চিত করা বিএনপির নৈতিক অঙ্গীকার।”
তিনি আরও যোগ করেন, “চলমান রাষ্ট্রীয় সংকট থেকে মুক্তি পেতে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। যদি আপনারা ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চান, তবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিন।”
এ দিনের কর্মসূচিকে কেন্দ্র করে কলমাকান্দা জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয়রা বলছেন, কায়সার কামালের এই সরাসরি গণসংযোগ এলাকার সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস জোগাচ্ছে।


