দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সুপ্রীম কোর্টের একদল আইনজীবী।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় তারা এই প্রচারণা ও গণসংযোগ করেন।

​প্রচারণা চলাকালীন পথসভায় সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল হোসেন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নেত্রকোনা-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। উন্নয়নের স্বার্থেই তাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানাচ্ছি।”

​তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ব্যক্তির চেয়ে প্রতীকের মর্যাদা রক্ষায় দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের এক হয়ে মাঠে নামতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন আমাদের মূল লক্ষ্য।

প্রচারণায় অন্যান্যদের মধ্যে অংশ নেন- বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল জব্বার ভুইয়া, যুগ্ন-মহাসচিব মো. কামাল হোসেন ও শহীদুল ইসলাম, ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী, সহ:সম্পাদক সুজা উদ্দীন, নির্বাহী সদস্য আঞ্জুমানারা বেগম প্রমুখ।

​বক্তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version