নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘পূর্বধলা রিপোর্টার্স ক্লাব’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে স্থানীয় ‘সন্ধ্যা তারা রেস্টুরেন্টে’ আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ৬ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গঠিত এই কমিটিতে- আহ্বায়ক: মো. ছাইদুল ইসলাম (প্রতিনিধি, দৈনিক একুশে সংবাদ), সদস্য সচিব: খাইরুল ইসলাম (প্রতিনিধি, দৈনিক আলোকিত বাংলাদেশ), যুগ্ম-আহ্বায়ক: আমিনুল ইসলাম মন্ডল (প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ সমাচার)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাদ্দাম হোসেন (স্টাফ রিপোর্টার, দৈনিক সংলাপ), আনোয়ার হোসেন মন্ডল (প্রতিনিধি, দৈনিক খোলা কাগজ) এবং সাগর আহমেদ জজ (প্রতিনিধি, দৈনিক জবাবদিহি)।
রিপোর্টার্স ক্লাবের বিদায়ী সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় গণমাধ্যমের শীর্ষস্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্ত-এর সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন খোকন এবং ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিনিধি হাবিবুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যেই এই নতুন কমিটি কাজ করবে। নবগঠিত এই আহ্বায়ক কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।


