নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আনোয়ারুল হকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তাঁর স্ত্রী ডা. লুৎফা হক।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এক উঠান বৈঠকের মাধ্যমে তিনি এই প্রচারণা চালান। ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর বাড়িতে আয়োজিত এই সভায় আশপাশের গ্রামের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. লুৎফা হক বিএনপি’র আগামীর লক্ষ্য ও দলীয় সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষিকার্ড ও ফ্যামিলিকার্ড প্রদান করা হবে। অসহায় মানুষের জন্য চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হবে। বেকার যুবকদের জন্য বিশেষ ভাতা চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই এসব জনকল্যাণমূলক কাজের ঘোষণা দিয়েছেন। দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে এবং জনসেবা নিশ্চিত করতে তিনি উপস্থিত সবার কাছে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত গ্রামবাসীও ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সিংধা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর সঞ্চালনায় সভায় উপজেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সবুজ মিয়া, আরিফুল্লাহ সোহেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহবুব জামান খান নয়ন, যুব বিষয়ক সম্পাদক মহিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাদির খাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং ভোটাধিকার প্রয়োগের আহবান জানান।


