দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মো. আল হেলাল তালুকদার।

​শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মদন উপজেলার মদন সদর, গৌবিন্দশ্রী ও মাঘান ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করেন তিনি।

​পথসভায় মো. আল হেলাল তালুকদার তার বক্তব্যে বলেন, “ইনশাআল্লাহ, আগামীতে জনতার রায় নিয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। আমাদের এই জোট এখন একটি বৃহৎ শক্তিতে পরিণত হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের প্রতিনিধি, তাদের রাজনৈতিক দল এবং দেশের বৃহৎ ইসলামী দলগুলো এই জোটে শামিল হয়েছে। আমার বিশ্বাস, এ আসনের মানুষের ভালোবাসায় আমি বিজয়ী হবো।”

​তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ হবে সব শ্রেণি ও পেশার মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ। তরুণ প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে আমাদের একযোগে কাজ করতে হবে। আমি নির্বাচিত হলে কোনো দলীয় ভেদাভেদ রাখবো না; বরং সবাইকে সমান গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো।”

​পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রহুল আমিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মো. সাজেদুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হাসনাত।

​এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের গোবিন্দশ্রী ইউনিয়ন সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মুস্তাবশিরি ও মাঘান ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. আইনুল ইসলামসহ স্থানীয় জোটের নেতাকর্মীবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version