নিজস্ব প্রতিবেদক: নানা উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীকে বরণ করে নিতে সকাল থেকেই উপজেলার মন্ডপে মন্ডপে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আয়োজিত এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল থেকেই। উপজেলার প্রতিটি মন্ডপে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা দেবী সরস্বতীর আশীর্বাদ প্রার্থনা করেন।
পৌরশহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সত্য, ন্যায় ও জ্ঞানালোকের সন্ধানে ভক্তরা মন্ডপে মন্ডপে প্রার্থনা ও ধর্মীয় সংগীতানুষ্ঠানে মেতে উঠেছেন।
এ বছর দুর্গাপুর উপজেলায় প্রায় ২০০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পাড়া-মহল্লায় তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য পূজামন্ডপ। আলোকসজ্জা আর বর্ণিল সাজে সাজানো হয়েছে প্রতিটি প্রাঙ্গণ। পূজার পাশাপাশি অনেক মন্ডপে প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট মানেস চন্দ্র সাহা জানান, ”সরস্বতী পূজা মূলত শিক্ষার্থীদের পূজা হিসেবেই বেশি পরিচিত। প্রতি বছরের মতো এবারও এই আয়োজনে তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। আমরা প্রশাসনের সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দরভাবে পূজা উদযাপন করছি।”
তিনি উৎসবটিকে সর্বজনীন ও সফল করতে স্থানীয় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
দুর্গাপুরের এই আনন্দঘন পরিবেশ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অব্যাহত থাকবে।


