নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।
বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকা থেকে এই মাদক জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বরুয়াকোনা বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়। টহল দলটি সীমান্ত মেইন পিলার ১১৮১ এমপি হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে পাতলাবন নামক স্থানে অবস্থান নেয়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, উদ্ধারকৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


