নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনার মদন উপজেলার দুর্গম ও হাওরবেষ্টিত জনপদে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মূলত: ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে এবং একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতেই এই নিরলস তৎপরতা চালানো হচ্ছে। দুর্গম এই এলাকাগুলোতে সেনাবাহিনীর দৃশ্যমান উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝে আস্থার প্রতিফলন ঘটেছে।
জানা গেছে, মদন উপজেলার মাঘান ও গোবিন্দশ্রী ইউনিয়নের মতো দুর্গম এলাকাগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দিনরাত কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর টহল দল। বাংলাদেশ সেনাবাহিনীর ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট রিহাম আইমান নিয়ন স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে আলোচনার মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্রের ঝুঁকি বিবেচনায় নিয়ে একটি বিশেষ নিরাপত্তা ছক বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সেনাবাহিনীর সদস্যরা কেবল টহলই দিচ্ছেন না, বরং তারা মিশে যাচ্ছেন সাধারণ মানুষের সাথে। দুর্গম এলাকার হাট-বাজার, খেয়াঘাট ও চায়ের দোকানে গিয়ে স্থানীয় কৃষক, জেলে এবং সাধারণ শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় করছেন তারা। এতে দীর্ঘদিনের ভয়ভীতি কাটিয়ে সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে উৎসাহ দেখা দিচ্ছে।
এলাকাবাসীর মতে, সেনাবাহিনীর টহল ও আন্তরিক ব্যবহারে আমরা এখন অনেক নিরাপদ বোধ করছি। আশা করছি, এবার নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারব।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সেনাবাহিনীর এই কঠোর ও সমন্বিত নজরদারি অব্যাহত থাকলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
