দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার:

গণভোট-২০২৬ সংক্রান্ত সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েেেছ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সুনামগঞ্জ জেলা প্রশাসশনের আয়োজনে ও ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় সকাল ১১ টায় শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে গণভোট-২০২৬ সংক্রান্ত সচেতনতামূলক এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় তিনি বলেন-রাজনৈতিক সংস্কৃতি পুনরুদ্ধার ও ফ্যাসিজমকে বিদায় করতে হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ ভোট দিতে হবে। এদেশের কেউ ক্ষমতা ছাড়তে চায় না। তাই গণভোটের মাধ্যমে এই হীন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তবেই রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি আসবে। তিনি আরো বলেন, এবারের নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ।

এবারের গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে সর্বগ্রাসী ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কোন প্রার্থীর পক্ষে কোনভাবেই কোন শিক্ষক, ইমাম, ও কর্মকর্তা-কর্মচারীগণ প্রভাবিত করতে পারবে না। কোন সমস্যা হলে প্রশাসনকে ফোন দিবেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সালেহ মোহাম্মদ ইউসুফ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোশারফ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা, উপস্থিত নাগরিকদের পক্ষে বক্তব্য রাখেন জেলা অধ্যক্ষ (অবঃ) ন্যাথালিয়ান ফেয়ার ক্রস, কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মফিজুর রহমান, মন্দির ভিত্তিক স্কুলের প্রশিক্ষক সুবিমল চক্রবর্তী প্রমুখ।

উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাড. মোহাম্মদ শামসুদ্দিন, ইসলামী আন্দোলনের প্রার্থী শহীদুল ইসলাম পলাশী, সুনামগঞ্জ-৩ আসনের স্বততন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন, খেলাফত মজলিসের প্রার্থী অ্যাড. মাওলানা শাহীনুর পাশা, শিক্ষক মাওলানা প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version