জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় দৈনিক জনবানী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার ১৯ জানুয়ারি দুপুরে জিরো পয়েন্ট মোড়স্থ প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি দৈনিক জনবানী পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান লালের সার্বিক ব্যবস্থাপনায় সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, সহ-সভাপতি মাহাদী হাছান মানিক ও সাবেক প্রেসক্লাবের সভাপতি ও এসএ টিভির নীলফামারী জেলা প্রতিনিধি আলহাজ্ব মাহাবুবুর রহমান মনি এবং জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, জাতীয় সাংবাদিক সংস্থা, জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্র পত্রিকার জলঢাকা প্রতিনিধি রিয়াদ ইসলাম ও সদস্য এহসান এলাহি, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুমন, সাধারণ সম্পাদক হারুন অর-রশীদ এবং দৈনিক আমার দেশ পত্রিকার জলঢাকা প্রতিনিধি ফয়সাল মুরাদ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা দৈনিক জনবানী পত্রিকার ৩৫ বছরের দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় অবদান এবং সমাজে এর ভূমিকার কথা তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, পত্রিকাটি ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে। আলোচনা শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক যুগের আলো পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি ও জলঢাকা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাইদুল হাসান।


