জলঢাকা প্রতিনিধি:
গত ১৫ জানুয়ারি রাত সাড়ে ১০টায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী বাবুল্লাপাড়া ক্যানেলের পাড় এলাকার একটি বসতবাড়ি থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মিনারুল ইসলাম এবং তার স্ত্রী জোসনা খাতুন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে তাদের হেফাজত থেকে ৮৫ পুরিয়া হেরোইন, ৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনে ব্যবহৃত চারটি র্যাপিং ফয়েল কাগজ, মাদক বিক্রয়ের নগদ ৪ হাজার ৩৬০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা একাধিক মাদক মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


