শেখ শামীম (নিজস্ব প্রতিবেদক): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সকলে ধর্মে মনে হয় আছে দেশ প্রেম ঈমানের অঙ্গ বা অংশ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন দেশ প্রেমিক রাজনীতিবিদ ছিলেন। দেশের প্রতি তাঁর যে মমত্ববোধ, সেই মমত্ববোধ অন্যান্য রাজনীতিবিদ ও নেতাকর্মীদের জন্য অনুকরণীয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, কলমাকান্দা বাজারে সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দের আয়োজনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতা অর্জনের পরে যখন সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন আসে, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া অগ্রণী ভূমিকা পালন করেছেন। ৯১ এর জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া একটা কথা বলেছিলেন। বক্তব্যটা ছিল এরকম- ’ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমার হাতে স্বাধীনতার পতাকা’। সার্বভৌমত্বের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া।”
কলমাকান্দা বাজার সকল ব্যাবসায়ীর পক্ষে দোয়া পাঠ করেন- কলমাকান্দা থানা জামে মসজিদের খতিব মুফতি মো. মামুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন হাফেজ সবুজ, হাফেজ আ. মালেক, তোফাজ্জল হোসেন, ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি এম আলমগীর তালুকদার ও সদস্য সচিব সেলিম রেজা, ব্যাবসায়ী মালিক সমিতি সাবেক সভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম মোস্তফা, বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুস ছালাম কেরন, মাওলানা রহুল আমিন, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ ও জনসাধারণ।