নিজস্ব প্রতিবেদক: শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় নেত্রকোনা পৌরশহরে পূর্ব কাটলি এলাকায় জেলা প্রশাসন ও রোভার স্কাউটসের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল ও প্রশংসনীয় কাজ।
অনুষ্ঠানে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের কার্যনির্বাহী কমিটির সদস্য মল্লিক নজরুল ইসলাম ও এ সংগঠনের স্বপন ও সিফুলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক মল্লিক নজরুল ইসলাম বলেন, আমাদের সিএসআর একটিভিটিস হিসেবে আমাদের মাঝে সামান্য কম্বল করবো। আপনাদের মাঝে আসতে ও অংশগ্রহণ করতে নিজেকে গর্বিত মনে করছি। সিএসআর একটিভিটিসের সাতে জড়িত থাকার জন্য নেত্রকোনা জেলা প্রশাসন ও রোভার স্কাউটকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবছর কম্বল বিতরন করা হয়। এ বছরও জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরন করেছি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও ব্যক্তি পর্যায়ে। উপজেরা পর্যায়েও কম্বল বিতরন করা হয়েছে। আজকে এই কর্মসূচিটা নেওয়া হয়েছে রোভার স্কাউট বাংলাদেশের উদ্যোগে ও সহযোগিতা করেছে ক্লাব নটরডেমিয়ান্স এবং জেলা প্রশাসন ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়েছে।
এছাড়াও আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
