টাঙ্গাইল প্রতিনিধিঃ
৩৬ পিস ইয়াবা সহ গ্রেপ্তার হলেন ইসলামী আন্দোলন এর নাগরপুর ওয়ার্ড কমিটির সভাপতি আবুল হোসেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে অটোরিক্সার পার্টস বিক্রির দোকানের আড়ালে আবুল হোসেন দীর্ঘদিন যাবৎ মাদক কারবার করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তি নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল এসআই রাকিব, এএসআই তাহের ও আতিক, আবুলের অটোরিক্সার পার্টসের দোকানে অভিযান চালিয়ে আজ ১৩ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ৩৬ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে।
থানা পুলিশ জানায়, সে অটোরিক্সার বিভিন্ন পার্টসের প্যাকেটে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রেখে ব্যবসা করে আসছিল। আবুল উপজেলার নাগরপুর সদর ইউনিয়নে মরহুম নুরুল ইসলাম নুরুর ছেলে। এছাড়াও আবুল, রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী আন্দোলনের নাগরপুর উপজেলার শাখার নাগরপুর সদর ওয়ার্ডের সভাপতি।
ইয়াবা সহ ইসলামি আন্দোলনের নেতা আবুল গ্রেফতার হওয়ায় এলাকায় সাধারণ মানুষের মাঝে চাপা গুঞ্জন উঠেছে। টক অফ দা টাউন এ ঘটনায় মন্তব্য উঠেছে, এসব রাজনৈতিক দলের নেতাদের আয় রোজগারের প্রকৃত উৎস এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে।
মাদকবিরোধী এ অভিযান প্রসঙ্গে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন জানান, ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতারকৃত আবুল হোসেনের বিরুদ্ধে নাগরপুর থানায় মামলায় মাদক দায়ের করে পরদিন ১৪ জানুয়ারি আবুলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মাদক সহ আসামি গ্রেফতারের ২৩ ঘন্টা পেরুলোও এ মামলার তদন্ত কর্মকর্তা মাদক কারবারি ছবি ও তথ্য দিত টালবাহানা করেন। এছাড়াও ওসি মুরাদ হোসেনের সাথে কথা বল্লে তিনি জানান, এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস রিলিজের মাধ্যমে পরে দেয়া হবে।

