রিয়াদ ইসলাম, (জলঢাকা) নীলফামারী:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গণভোট বিষয়ে সাধারণ মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করতে নীলফামারীর জলঢাকায় একটি প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গণভোট বিষয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি ও প্রশ্ন রয়েছে, তা সহজ ও স্পষ্টভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে আস্থা তৈরি করাই প্রশাসনের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, নিরপেক্ষ প্রশাসনিক ভূমিকা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সভায় উপস্থিত বক্তারা আরও বলেন, ভোটাধিকার প্রয়োগ একটি সাংবিধানিক অধিকার।
এই অধিকার সঠিকভাবে প্রয়োগের মাধ্যমেই গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সমাজের সচেতন মহলের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


