কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন ‘স্বপ্নের কেন্দুয়া’র যৌথ উদ্যোগে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৩টায় কেন্দুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের হরিয়ামালা (টেঙ্গুরী) গ্রামের সেনের বাজার মোড়ে অবস্থিত আবু তাহের স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে শতাধিক শীতার্ত ও অতি দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। সমাজের বিত্তবান ও সংগঠনগুলো এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বপ্নের কেন্দুয়া গ্রুপের এডমিন ও কেন্দুয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নুর নাহার আক্তার চায়না।
তিনি বলেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান। স্বপ্নের কেন্দুয়া প্রতিষ্ঠার পর থেকেই বন্যা, শীত, ঈদ উপহার বিতরণসহ নানা দুর্যোগ ও মানবিক কার্যক্রমে সক্রিয় রয়েছে। আগেও ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।
এছাড়া উপস্থিত ছিলেন- দৈনিক মানবকণ্ঠের কেন্দুয়া প্রতিনিধি রুকন উদ্দিন, দৈনিক ভোরের দর্পণের কেন্দুয়া প্রতিনিধি কাউসার তালুকদার, স্বপ্নের কেন্দুয়া সংগঠনের এডমিন তোফায়েল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত উদ্যোগ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কম্বল বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


