নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৩নং পোগলা ইউনিয়নের উদ্যোক্তা মো. সৌমিক মিয়ার বিরুদ্ধে জন্ম নিবন্ধন, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা ও টিসিবি কার্ড প্রদানের নামে সাধারণ জনগণের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেছেন, পোগলা ইউনিয়নের শুনই গ্রামের বাসিন্দা মো. সুরুজ আলী মন্ডলের ছেলে মো. আদনান হাসান টিটু।
অভিযোগে উল্লেখ, ইউনিয়নের বিভিন্ন সরকারি সেবা পেতে হলে উদ্যোক্তাকে নির্দিষ্ট অংকের টাকা দিতে হয়। টাকা না দিলে কোনো কাজই করা হয় না। বিষয়টির প্রমাণ সংগ্রহ করায় অভিযুক্ত উদ্যোক্তা আপোষের প্রস্তাব দিয়ে অর্থের প্রলোভন দেখান। এতে রাজি না হওয়ায় অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগকারী মো. আদনান হাসান টিটু বলেন, আমি নিজের নয়, সাধারণ মানুষের অধিকারের কথা ভেবেই এসব অনিয়মের প্রমাণ সংগ্রহ করেছি। টাকা দিয়ে কাজ করানো নয়- এটা সরকারি সেবা। কিন্তু প্রতিবাদ করায় আমাকে হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় ইউএনও মহোদয়ের কাছে অভিযোগ করেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, জন্ম নিবন্ধন ও বিভিন্ন ভাতা পেতে তাদের কাছ থেকেও একাধিকবার টাকা নেওয়া হয়েছে। তবে ভয়ের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত উদ্যোক্তা মো. সৌমিক মিয়া বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোনো অনিয়ম বা ঘুষের সাথে জড়িত নই। ব্যক্তিগত বিরোধ থেকে আমাকে হয়রানি করার জন্য এসব অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে ৩নং পোগলা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি আমি অবগত হয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যদি কোনো অনিয়ম প্রমাণিত হয়, তাহলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি যাচাই-বাছাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ অপরাধী হলে ছাড় দেওয়া হবে না।
এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সরকারি সেবায় সাধারণ মানুষ হয়রানি ও হয়রানিমুক্ত হতে পারে।


