নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ‘Hamlet’s Wavering between Lex Talionis and Vindicta Mihi’ শীর্ষক একটি একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সেমিনারে বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহিত উল আলম, পিএইচডি।
তিনি শেক্সপিয়রের ‘হ্যামলেট’ নাটকে প্রতিশোধের মানবিক আইন (Lex Talionis) এবং খ্রিষ্টীয় ঈশ্বরীয় ন্যায়বোধ (Vindicta Mihi)- এই দুই নৈতিক দর্শনের মধ্যকার টানাপোড়েন বিশ্লেষণ করেন।
বক্তব্যে অধ্যাপক মোহিত উল আলম, হ্যামলেট চরিত্রের দোদুল্যমানতাকে কেবল ব্যক্তিগত সিদ্ধান্তহীনতা হিসেবে নয়, বরং রেনেসাঁকালীন মানবচেতনা ও ধর্মীয় নৈতিকতার গভীর সংকট হিসেবে ব্যাখ্যা করেন। তিনি ‘হ্যামলেট’কে প্রতিশোধনাট্যের সীমা অতিক্রম করে নৈতিক দর্শনের এক গুরুত্বপূর্ণ নাট্যরূপ হিসেবে উপস্থাপন করেন।
সেমিনারে ধন্যবাদসূচক বক্তব্য দেন, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, এ ধরনের একাডেমিক আয়োজন শিক্ষার্থীদের সাহিত্যপাঠের গভীরতা বৃদ্ধি ও সমালোচনামূলক চিন্তাচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইংরেজি বিভাগের প্রভাষক ছহীহ্ শাফি। সেমিনারে ইংরেজি বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
উল্লেখ্য, এটি নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আয়োজিত ৭ম একাডেমিক সেমিনার।


