নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মুখলেছুর রহমান। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার পৌরসভাধীন নিজ বাসভবন ‘রেখা মঞ্জিল’ এ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় সাড়ে তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি।
কম্বল পেয়ে উপকারভোগীরা বলেন, তীব্র শীতের মধ্যে এই একটি কম্বলই আমাদের অনেকটা স্বস্তি দেবে। আমাদের মতো সুবিধাবঞ্চিত মানুষের কথা ভেবে তিনি যে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ। মহান আল্লাহর কাছে তাঁর ও তাঁর পরিবারের জন্য দোয়া করি। তিনি শুধু শীতেই নয়, প্রতি রোজার ঈদে আমাদের শাড়ি ও লুঙ্গি উপহার দিয়ে থাকেন। সমাজের বিত্তবানরা যদি এভাবে অসহায়দের পাশে দাঁড়ান, তাহলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
এ সময় মো. মুখলেছুর রহমান বলেন, এগুলো দান নয়, এগুলো দরিদ্র মানুষের হক। আল্লাহ আমাকে যা দিয়েছেন, তার একটি অংশ ইসলামের বিধান অনুযায়ী গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যতদিন বেঁচে থাকি, মানুষের পাশে থেকে সেবার চেষ্টা করে যাবো।
তিনি কেন্দুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেঙ্গুরী হরিয়ামালা গ্রামের বাসিন্দা। তাঁর দুই মেয়ে ডাক্তার, বড় মেয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং একমাত্র ছেলে বর্তমানে কলেজে অধ্যয়নরত। তিনি জানান, আগামী কেন্দুয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।


