মনিরুজ্জামান খান গাইবান্ধা:
গাইবান্ধা জেলার ৪৩ কেন্দ্রে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসময় ডিভাইস ব্যবহার করাসহ বিভিন্ন ধরনের অসদুপায় অবলম্বনের দায়ে ৫১ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ওই পরীক্ষা চলাকালে গাইবান্ধা শহরের দারুল হুদা আলীম মাদরাসা কেন্দ্রসহ জেলার বিভিন্ন কেন্দ্র থেকে ৫১ জন শিক্ষার্থী আটক করা হয় বলে গণমাধ্যমকে জানানো হয়। 
সদর উপজেলার ৩৭ কেন্দ্র থেকে ৩৭ জন, পলাশবাড়ী উপজেলার ৪ কেন্দ্র থেকে ১২ জন ও ফুলছড়ি উপজেলার ২ কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়েছে। পরীক্ষার দায়িত্বশীলরা জানান, কর্তব্যরত কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ হলে পরীক্ষার্থীদের তল্লাশি করা হয়। এ সময় ইলেকট্রনিক ডিভাইসও উদ্ধার করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, এসএমএস ও কানে ডিভাইস রেখে নকল করার দায়ে তিন উপজেলা থেকে ৫১ জন পরীক্ষার্থীকে আটক করা হয়।
এর মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ১৭ জন রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। তবে আটক শিক্ষার্থীদের নাম-পরিচয় তাৎক্ষণিক ভাবে জানাতে পারেননি দায়িত্বশীল কর্মকর্তারা। গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, এ জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।